Header Ads

লর্ডস টেস্টের পঞ্চম দিনে ছিটকে গেলেন স্টিভ স্মিথ। আগামী টেস্ট খেলতে পারবেন কিন না সিদ্ধান্ত পরে।

নজরবন্দি ব্যুরোঃ অ্যাশেজের দ্বিতীয় টেস্টে জোফ্রা আর্চারের বিষাক্ত বাউন্সার আছড়ে স্টিভ স্মিথের ঘাড়ে। আঘাত লাগার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন স্মিথ। সেই আঘাতের ধাক্কা কাটিয়ে মাঠে ফিরে স্মিথ ৯২ রান করেন। আর এই কারনেই টেস্টের পঞ্চম দিনে ছিটকে গেলেন স্টিভ স্মিথ।তাঁর চোট নিয়ে জানানো হয় ঘাড়ে, বাঁ কানের নীচে চোট লাগে স্মিথের। এর পর চোট পরীক্ষা করেন ডাক্তার। প্রথমিক চিকিৎসা করার পর ফের মাঠে ফেরেন তিনি।
 কিন্তু আজ রবিবার পরীক্ষায় দেখা গিয়েছে আগের থেকেও স্মিথের অবস্থার অবনতি হয়েছে। তাই দলের চিকিত্সক রিচার্ড স এর কথা মতো স্মিথকে ম্যাচ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। এবার প্রশ্ন হল পরের টেস্ট কি খেলতে পারবেন স্মিথ? সেটা এক্ষুনি বলা যাচ্ছে না। আরও দু দিন তাঁকে পরিক্ষা করবেন ডাক্তাররা তারপর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.