কলকাতার পরিচালক সত্যজিৎ দাসের ছবির এবারে আমেরিকা যাত্রা।
নজরবন্দি ব্যুরোঃ কলকাতার নবাগত পরিচালক সত্যজিৎ দাসের ছবির বিদেশ উড়ান। হ্যাঁ, ঠিক শুনেছেন। কলকাতা শহড়ে Virgin Films Festival এ বহু মানুষের ভালোবাসা জয়ের পরে এবারে আমেরিকা শহরের লিফ্ট-অফ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলা সিনেমা "পেন্টিংস ইন দ্য ডার্ক"। ভালোবাসা আর এক মধুর সম্পর্কের এই গল্প এর আগে নানা স্ক্রিনিংয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে। আমেরিকাতে পিনউড রোড, পিনউড স্টুডিয়োতে আয়োজিত এ চলচ্চিত্র উৎসব চলবে আগামী ১৫ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত।
এক অন্ধ ছবি আঁকার শিল্পীর জীবন কে ঘিরে বেড়ে উঠেছে ছবির মূল প্লট। যিনি শব্দ শুনে ছবি আঁকেন। জীবনের একমাত্র সম্বল মা। কিন্তু তার জীবনের পরিনতি কোথায়? জীবন পথের মূল স্রোত তাকে নিয়ে যাবে কোন ঠিকানায়? এই সব কিছু ধরা পরবে এই ছবিতে। ছবির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রাসেদ রহমান। যার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী চ্যাটার্জি। এছাড়া রয়েছেন সুরজিৎ মাইতি, শ্রীলা ত্রিপাটি, বিশ্বজিৎ ঘোষ, সুরোজিত চৌধুরী, সাহেব হালদার, রিয়াজ দে প্রমুখ। ছবিতে কয়েকটি গান রয়েছে। গানের শ্যুটিং হয়েছে কলকাতা ও শহরের বাইরে।
এক অন্ধ ছবি আঁকার শিল্পীর জীবন কে ঘিরে বেড়ে উঠেছে ছবির মূল প্লট। যিনি শব্দ শুনে ছবি আঁকেন। জীবনের একমাত্র সম্বল মা। কিন্তু তার জীবনের পরিনতি কোথায়? জীবন পথের মূল স্রোত তাকে নিয়ে যাবে কোন ঠিকানায়? এই সব কিছু ধরা পরবে এই ছবিতে। ছবির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা রাসেদ রহমান। যার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তনী চ্যাটার্জি। এছাড়া রয়েছেন সুরজিৎ মাইতি, শ্রীলা ত্রিপাটি, বিশ্বজিৎ ঘোষ, সুরোজিত চৌধুরী, সাহেব হালদার, রিয়াজ দে প্রমুখ। ছবিতে কয়েকটি গান রয়েছে। গানের শ্যুটিং হয়েছে কলকাতা ও শহরের বাইরে।
কোন মন্তব্য নেই