ম্যাগসাইসাই পুরস্কার পেলেন সাংবাদিক রবীশ কুমার।
নজরবন্দি ব্যুরোঃ আদর্শ বজায় রেখে নিরপেক্ষ, নির্ভীক সাংবাদিক হিসেবে নিজের পেশাগত জীবনে সমৃদ্ধ করেছেন সাংবাদিক রবীশ কুমার। এবার পেলেন তাঁর জীবনে অন্যতম বড় সম্মান ম্যাগসাইসাই পুরস্কার। শুধু পুরস্কার পেলেন না সেই সাথে গর্বিত করলেন ভারত তথা দেশ কে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাইম টাইমে রবীশ যে ধরণের মানুষদের কথা বলেছেন বা তুলে ধরেছেন, তার প্রভাব পড়েছে সমাজে। কেউ যাদের হয়ে মুখ খোলেননি, তাঁদের নিজের সাংবাদিকতার মাধ্যমে তুলে ধরেছেন রবীশ। সাধারণ মানুষের মুখের ভাষা হয়ে উঠেছেন তিনি।
বিশেষ করে যখন সংবাদ মাধ্যম কে বলা হচ্ছে পক্ষপাত দুষ্ট ঠিক তখনি এই সম্মান পেলেন সাংবাদিক রবীশ কুমার। রবীশ কুমার ছাড়াও আরও চারজন এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁরা হলেন, মায়ানমারের কো সুয়ে, তাইল্যান্ডের আংখানা নীলাপাইজিত্, ফিলিপিনসের রেমুন্ডো পুজান্তে কায়াব্যাব ও দক্ষিণ কোরিয়ার কিম জং কি। দীর্ঘ কয়েক দশক ধরে এন ডি টিভি সংবাদ চ্যানেলে নির্ভীক ভাবে সংবাদ পরিবেশন করছেন রভিশ কুমার। ১৯৯৬ সাল থেকে প্রতিদিন সকালে 'প্রাইম টাইম' নামের একটি প্রোগ্রাম করেন তিনি।
বিশেষ করে যখন সংবাদ মাধ্যম কে বলা হচ্ছে পক্ষপাত দুষ্ট ঠিক তখনি এই সম্মান পেলেন সাংবাদিক রবীশ কুমার। রবীশ কুমার ছাড়াও আরও চারজন এই পুরস্কারে সম্মানিত হয়েছেন। তাঁরা হলেন, মায়ানমারের কো সুয়ে, তাইল্যান্ডের আংখানা নীলাপাইজিত্, ফিলিপিনসের রেমুন্ডো পুজান্তে কায়াব্যাব ও দক্ষিণ কোরিয়ার কিম জং কি। দীর্ঘ কয়েক দশক ধরে এন ডি টিভি সংবাদ চ্যানেলে নির্ভীক ভাবে সংবাদ পরিবেশন করছেন রভিশ কুমার। ১৯৯৬ সাল থেকে প্রতিদিন সকালে 'প্রাইম টাইম' নামের একটি প্রোগ্রাম করেন তিনি।
Loading...
কোন মন্তব্য নেই