Header Ads

নিজের বন্যাবিধ্বস্ত লোকসভা কেন্দ্রের জন্য সোশ্যাল মিডিয়ায় সাহায্য চাইলেন রাহুল গান্ধী।

নজরবন্দি ব্যুরোঃ দু’দিনের জন্য কেরলে গিয়েছেন রাহুল গান্ধী। নির্বাচনের পরে এই নিয়ে দ্বিতীয়বার তিনি নিজের লোকসভা কে‌ন্দ্রে এলেন রাহুল। কেরলে নিজের লোকসভা বন্যা বিধ্বস্ত ওয়ানাড এর ত্রাণ শিবিরগুলিতে পরিদর্শন করে এই ঘটনাকে ‘‘হৃদয়বিদারক'' বলে বর্ণনা করেন তিনি। মালাপ্পুরাম জেলার তিনটি বিধানসভা অঞ্চল ওয়ানাদ লোকসভার অন্তর্গত। গত নির্বাচনে পুরোনো গড় উত্তরপ্রদেশের আমেঠিতে স্মৃতি ইরানির কাছে পরাজিত হলেও কেরলের ওয়ানাদ থেকে রেকর্ড ভোটে জেতেন রাহুল গান্ধী।
রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কাছে বন্যাবিধ্বস্তদের জন্যে দ্রুত সাহায্য পাঠানোর জন্যে আবেদন করেছেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথেও এই নিয়ে তাঁর কথা হয়েছে বলে জানান রাহুল গান্ধী। এদিন তিনি তার ওয়ানাদ কেন্দ্রের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে ট্যুইট করে সাহায্য চান দেশবাসীর কাছে। তিনি আবেদন করে লিখেছেন, তাঁর  লোকসভা কেন্দ্র ওয়ানাদ বন্যায় বিপর্যস্ত। হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে ত্রান শিবিরে রয়েছেন। তাঁদের সাহায্য করুন। যে সামগ্রী গুলি অত্যন্ত জরুরি ভিত্তিতে দরকার সেগুলি যোগাড় করে ত্রান শিবিরে পাঠানোর জন্যে অনুরোধ করেন তিনি। এই সামগ্রী গুলি হল জলের বো‌তল, শোবার মাদুর, কম্বল, অন্তর্বাস, ধুতি, নাইটগাউন, বাচ্চাদের পোশাক, চটি, স্যানিটারি ন্যাপকিন, সাবান, টুথপেস্ট, ব্রাশ, ডেটল, সাবান গুঁড়ো, ব্লিচিং পাউডার এবং ক্লোরিন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.