Header Ads

ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়ে সমঝৌতা এক্সপ্রেস বন্ধ করলো পাকিস্তান!

নজরবন্দি ব্যুরোঃ কাশ্মীরে ভারতের ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে পদক্ষেপে একতরফা ভাবে সমঝৌতা এক্সপ্রেস বন্ধ করল পাকিস্তান। ইসলামাবাদ জানিয়েছে, লাহোর থেকে আটারি সমঝৌতা এক্সপ্রেস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের রেলমন্ত্রী ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিয়েছেন। তবে এই এক তরফা সিদ্ধান্তে রীতিমতো ক্ষুদ্ধ বিদেশমন্ত্রক। এমন সিদ্ধান্তের ফলে সীমান্ত সন্ত্রাসকে মদত দেওয়া হবে বলেই মন্ত্রকের তরফে জানানো হয়েছে। ভারত ও পাকিস্তানের ঐক্যে জোর দিতে বাজপেয়ীর আমলেই চালু হয় সমঝোতা এক্সপ্রেস।
 শিমলা চুক্তি অনুসারে, ১৯৭৬ সালের ২২ জুলাই এর যাত্রা শুরু হয়। তখন দিল্লির মসনদে ছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। তারপর একাধিকবার সমঝোতা এক্সপ্রেসের উপর খাঁড়া নেমে আসে। যে কোনও সমস্যা হলেই আগে সমঝোতা এক্সপ্রেস বাতিল করার পথে হাঁটে ইসলামাবাদ। এবারও তার ব্যতিক্রম হল না। কিন্তু এবার ভারতের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলিয়ে এমন সিদ্ধান্ত নিল পাকিস্তান।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.