রাস্তায় গাড়ি নিয়ম ভাঙলে দিতে হবে আগের থেকে অনেক বেশি ফাইন। কিসে কত ফাইন জেনেনিন।
নজরবন্দি ব্যুরোঃ বুধবার রাজ্যসভায় পাশ হল মোটর ভেহিক্যালস সংশোধনী বিল ২০১৯। আর এই বিলে আনা হয়েছে কিছু নতুন নিয়ম। এই নতুন নিয়মে কোন ব্যক্তি ট্রাফিকের সাধারণ নিয়ম ভাঙলে এবার থেকে ফাইন দিতে হবে আগের থেকে বহু গুন বেশি। আগে যার ফাইন ছিল ১০০ টাকা এবার তা বেড়ে দাঁড়াল ৫০০ টাকা। সর্বোচ্চ ফাইন দিতে হবে ১০ হাজার টাকা। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ফাইন ৫০০ টাকা থেকে ৫ হাজার টাকা। সিটবেল্ট না বাঁধার জন্য ফাইন ১০০ টাকা ছিল এবার তা হল ১০০০ টাকা। মত্ত অবস্থায় গারি চালালে ফাইন দিতে হবে ১০ হাজার টাকা।
কোন এক্সিডেন্ট করলে ফাইন ধার্য হবে ৫ হাজার টাকা। গতি যদি না মানা হয় তবে ফাইন লাগবে বাইক এর জন্য ১ হাজার ও বড় গাড়ির জন্য ২ হাজার টাকা। আর দুটি গাড়ির মধ্যে যদি রেস হয় এবং তা যদি হয় অবৈধ তাহলে ফাইন দিতে হবে ৫ হাজার টাকা। ইনসিউরেন্সের নথির মেয়াদ শেষ হলে তার ন্যূনতম ফাইন ২০০ টাকা। আর তা বাড়বে কতদিন ধরে সেই নথি পুরনো তাঁর উপরে। ফলে দেখা যাচ্ছে আগের চেয়ে সব ফাইনই অনেকটা করে বেড়েছে এই নতুন সংশোধনী বিলে। বিশেষজ্ঞরা মনে করছেন এই নতুন নিয়মে রাস্তায় নিয়ম ভাঙার ক্ষেত্রে অনেকটাই কাবু পাওয়া যাবে।
Loading...
কোন মন্তব্য নেই