Header Ads

বিজেপি তে যোগ দিয়েই বিস্ফোরক শোভন। কি বললেন তিনি?

নজরবন্দি ব্যুরোঃ সব জল্পনায় ইতি টেনে অবশেষে বিজেপির পতাকা তলে দাঁড়ালেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং তাঁর বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাঁকে উত্তরীয় পরে বিজেপিতে বরণ করে নেন মুকুল রায়। এই যোগদান তৃণমূলের কাছে একটা বড় ধাক্কা সেকথা বলার অপেক্ষা রাখে না। দলে যোগ দিয়েই তাঁর সদ্য পুরনো দল তৃণমূল নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শোভন। এদিন শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে যোগ দেওয়ার কারণ নিয়ে প্রথমেই উল্লেখ করেন পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্র হরণ করার কথা।
 প্রসঙ্গত সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে জয়ী হয়েছিল। তখনই তিনি এই বিষয়ে সরব হয়েছিলেন বলে জানান শোভন। কিন্তু দলের শীর্ষ নেতৃত্ব তাঁর কথায় কোনও গুরুত্ব দেয়নি বলে তাঁর অভিযোগ।ওপর দিকে রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি শোভন চট্টোপাধ্যায়। তিনি বলেন দল ঠিক রাস্তায় চললে বাইরে থেকে লোক ভাড়া করে আনতে হত না। পাশাপাশি তিনি এও বলেন মজবুত ভারত গড়ার লক্ষ্য নিয়েছেন মোদী। তাঁকে দেখেই বিজেপিতে আসা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.