স্বার্থ সংঘাতের অভিযোগ থেকে মুক্ত রাহুল দ্রাবিড়।
নজরবন্দি ব্যুরোঃ স্বার্থ সংঘাতের অভিযোগ থেকে রাহুল দ্রাবিড়কে মুক্ত করল কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ)। একই সঙ্গে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর নিয়োগে সম্মতিও দিল তারা। দিন কয়েক আগেই কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট ইস্যুতে বোর্ডের চিঠি পান রাহুল দ্রাবিড়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি একাধারে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর, অন্যদিকে ইন্ডিয়া সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট। এর পর দ্রাবিড়ের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ খতিয়ে দেখেন কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের সদস্যরা।
এই বিষয় নিয়ে নীতি নির্ধারক অফিসার ডি কে জৈনের বলেন। “রাহুল স্বার্থসংঘাতের মধ্যে পড়ছে না। ওকে একটা নোটিস দেওয়া হয়েছিল। আমরা রাহুলের নিয়োগকে ছাড়পত্র দিয়ে দিয়েছি। তবে অম্বাডসমান যদি স্বার্থসংঘাত রয়েছে মনে করেন তা হলে আমরা নিজেদের যা মনে হয়েছে সেটা জানাব। কেন আমরা স্বার্থসংঘাতের কিছু দেখিনি, সেটা বলব”।
কোন মন্তব্য নেই