Header Ads

আজই বিকেলে বিজেপি তে শোভন-বৈশাখী। দলে স্বাগত জানালেন দিলীপ।

নজরবন্দি ব্যুরোঃ শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যাএর বিজেপি তে যোগদানের জল্পনার মাঝেই দলে স্বাগত জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ বাবু বলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের যোগদান প্রসঙ্গে আমিও শুনেছি। তাঁরা যদি যোগদান করেন, তবে তাঁদের স্বাগত। ওদিকে মঙ্গলবার থেকে রাজ্য রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে, বুধবারই শোভন-বৈশাখী যোগ দিচ্ছেন বিজেপিতে। শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় রাতের বিমানেই দিল্লি গিয়েছে। অপরদিকে দিল্লিতে দলের সর্বভারতীয় নেতৃত্বের হাত থেকেই তাঁরা আজ গেরুয়া পতাকা নেবেন বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে।
 এই কারণে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে মুকুল রায় এ দিন দিল্লী পৌঁছে গেলেন। সুত্রের খবর আজ বিকেল ৪টে তে প্রথমে দলের সর্বভারতীয় শীর্ষ নেতৃত্ব বৈঠকে বসবেন শোভন ও বৈশাখীকে নিয়ে। তার পর রাজধানীতে দলের সদর দফতরে সাংবাদিক বৈঠক ডেকে তাঁদের আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে স্বাগত জানানো হবে। গেরুয়া শিবিরে যোগদানের পরে ছেড়ে আসা দল তৃণমূল সম্পর্কে ওই সাংবাদিক বৈঠকে শোভন কী বলেন সে দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.