৫৫ বছর পর আবার কি এক হবে সিপিআইএম ও সিপিআই? আলোচনা শুরু।
নজরবন্দি ব্যুরোঃ ১৯৬৪ সালের ৭ নভেম্বর কমিউনিস্ট পার্টি ভেঙে যাওয়ার পর হরকিষেন সিং সুরজিত্ ও এবি বর্ধন আলোচনা করেছিলেন সিপিআইএম এবং সিপিআই এই দুই পার্টির মিশে যাওয়া নিয়ে। কিন্তু তখন তা বাস্তবায়িত হয়নি। কিন্তু ২০১৯ এর লোকসভা ভোটে বামদল গুলির ফলাফল খারাপ হবার পর সেই সম্ভবনা ফের তৈরি হয়েছে। সুত্রের খবর প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ইন্দ্রজিত্ গুপ্তার জন্মশতবর্ষের অনুষ্ঠানে সিপিএম ও সিপিআইয়ের সাধারণ সম্পাদকরা এই নিয়ে একান্তে বৈঠক সেরে ফেলেছেন।
সেই আলোচনায় ঠিক হয়েছে দুই দলের বোঝাপড়ার অভাব দূর করতে হবে। আর তার জন্য দুটি দল থেকে ৫ জন করে মোট ১০ জনের একটি কমিটি গঠন করা হবে এবং তাঁরাই সমঝোতার মধ্যে দিয়ে ফের এক হওয়ার রাস্তা তৈরি করবেন। যদিও সেই কমিটিতে কে কে থাকবেন তা এখনো ঠিক হয়নি। প্রায় ৫৫ বছর পর পরিস্থিতিই এই দুই পাটির শীর্ষ নেতা সীতারাম ইয়েচুরি ও ডি রাজাকে আবার এক হবার জন্য চর্চা শুরু করতে হল, কিন্তু এই উদ্যোগ কতখানি কার্যকর হবে তা বলবে এক মাত্র সময়।
সেই আলোচনায় ঠিক হয়েছে দুই দলের বোঝাপড়ার অভাব দূর করতে হবে। আর তার জন্য দুটি দল থেকে ৫ জন করে মোট ১০ জনের একটি কমিটি গঠন করা হবে এবং তাঁরাই সমঝোতার মধ্যে দিয়ে ফের এক হওয়ার রাস্তা তৈরি করবেন। যদিও সেই কমিটিতে কে কে থাকবেন তা এখনো ঠিক হয়নি। প্রায় ৫৫ বছর পর পরিস্থিতিই এই দুই পাটির শীর্ষ নেতা সীতারাম ইয়েচুরি ও ডি রাজাকে আবার এক হবার জন্য চর্চা শুরু করতে হল, কিন্তু এই উদ্যোগ কতখানি কার্যকর হবে তা বলবে এক মাত্র সময়।
কোন মন্তব্য নেই