Header Ads

রাজ্য বিজেপিতে দিলীপের ডেপুটি হলেন ভারতী ঘোষ ও মাফুজা খাতুন।

নজরবন্দি ব্যুরোঃ জঙ্গিপুরের বিজেপি প্রার্থী মাফুজা খাতুন এবং ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ দুজনেই পেলেন বড় দায়িত্ব। লোকসভা নির্বাচনে নিজেদের কেন্দ্র থেকে দলকে জেতাতে না পারলেও এই মুহূর্তে গেরুয়া শিবির ভরসা রাখছে ভারতী-মাফুজাতেই।একজন সিপিএম-এর ছাত্র সংগঠন করে উঠে আসা সংখ্যালঘু নেত্রী এবং অন্যজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের ঘনিষ্ঠ।
 এই দুজনের কম্বিনেশনে এবার এগিয়ে নিয়ে যাবে রাজ্য বিজেপিকে। কারণ ভারতী ঘোষ ও মাফুজা খাতুনকে দেওয়া হলো সহসভাপতি পদ।এছাড়াও উত্তরবঙ্গের নেতা রথীন ঘোষকে নিয়ে আসা হল রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পদে।মঙ্গলবার কলকাতায় বিজেপির রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন অনুষ্ঠিত হয়।অধিবেশন শেষে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এই নয়া নিযুক্তির কথা জানান।কেন্দ্রীয় স্তরে দায়িত্ব বাড়াই দেবশ্রী চৌধুরীর মতো বেশ কয়েকজনকে এবার রাজ্য কমিটিতে রাখা হয়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.