অবসরের পর প্রথম খেলতে নেমে অদ্ভুত ভাবে আউট না হয়েও সাজঘরে ফিরলেন যুবি। দেখুন ভিডিও।
নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের মধ্যেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। কিন্তু বিভিন্ন দেশের টি-২০ লিগে খেলতে দেখা যাবে তাঁকে। এই রকমি এক টি-২০ লিগে খেলছেন তিনি। বৃহস্পতিবার থেকে কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলছেন তিনি। এই লিগের টরেন্টো ন্যাশনালস দলে খেলছেন যুবরাজ।
লিগের প্রথম ম্যাচে যুবরাজ করলেন মাত্র ১৪ রান। তবে তিনি আউট ছিলেন না। এক ভিডিও ক্লিপে দেখা গিয়েছে তিনি পরিষ্কার নট আউট ছিলেন। ঠিক কি হয়ে ছিল দেখুন নিচের লিঙ্কে ক্লিক করে।
https://twitter.com/ebianfeatures/status/1154586983932366849
লিগের প্রথম ম্যাচে যুবরাজ করলেন মাত্র ১৪ রান। তবে তিনি আউট ছিলেন না। এক ভিডিও ক্লিপে দেখা গিয়েছে তিনি পরিষ্কার নট আউট ছিলেন। ঠিক কি হয়ে ছিল দেখুন নিচের লিঙ্কে ক্লিক করে।
https://twitter.com/ebianfeatures/status/1154586983932366849

No comments