মাঠে চারুলতা সেনসেশন। দেখুন ভিডিও।
নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশের বিরুদ্ধে ভালো জয় পেয়েছে দল । তবে এখন এই সব কিছুর চেয়ে বেশি নজর ভারতীয় দলের ভাইরাল ফ্যানের । তিনি আর কেউ নন চারুলতা প্যাটেল । ৮৭ বছরের এই দিদা ভারতের সেরা ফ্যানের তকমা পেয়েছেন ।ভারতের ব্যাটিং চলাকালীন তখন সেঞ্চুরি করে ফেলেছেন রোহিত। হঠাত্ ক্যামেরা ধরল গ্যালারিতে।
দেখা গেল মাথায় ধবধবে সাদা চুল, গায়ে খয়েরি কার্ডিগান পরে এক মহিলা শিঙা ফুঁকছেন। কয়েক ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো সেনসেশন হয়ে গেছেন তিনি। খেলা শেষে অধিনায়ক বিরাট দেখা করেন তাঁর সাথে। কথাবলেন ছবি তুলেন। চারুলতা দেবীও বিরাট কে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান। দেখুন সেই ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করে।
https://twitter.com/cricketworldcup/status/1146122885217574913
দেখা গেল মাথায় ধবধবে সাদা চুল, গায়ে খয়েরি কার্ডিগান পরে এক মহিলা শিঙা ফুঁকছেন। কয়েক ঘণ্টার মধ্যে সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো সেনসেশন হয়ে গেছেন তিনি। খেলা শেষে অধিনায়ক বিরাট দেখা করেন তাঁর সাথে। কথাবলেন ছবি তুলেন। চারুলতা দেবীও বিরাট কে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানান। দেখুন সেই ভিডিও নিচের লিঙ্কে ক্লিক করে।
https://twitter.com/cricketworldcup/status/1146122885217574913
Loading...
কোন মন্তব্য নেই