Header Ads

এবার বেহালাবাসীর জল যন্ত্রণা থেকে মুক্তি মিলবে, টানেল পরিদর্শনে মেয়র

নজরবন্দি ব্যুরো: দক্ষিণ বঙ্গে এখনও সেভাবে বৃষ্টির দেখা নেই। তবু বেহালাবাসীর জন্য শুখবর নিয়ে এল রাজ্য সরকার। খুব তাড়াতাড়ি খুলে যাবে নতুন নিকাশি টানেল। ফলে আশা করা হচ্ছে, চলতি মরশুমেই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবেন বেহালাবাসী।
এই গুরুত্বপূর্ণ টানেলের দায়িত্বে আছেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথোরিটি। রবিবার টানেলের বর্তমান পরিস্থিতি দেখতে হাজির হন মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম। আগেই এই বেহালার নিকাশি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন মেয়র।

প্রতি বছর বর্ষা এলেই জল যন্ত্রণায় ভোগেন বেহালার বাসিন্দারা। প্রতি বছরই এনিয়ে সাধারণ মানুষের সমালোচনার মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। সেই সমস্যা মেটাতেই উদ্যোগী হয় কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথোরিটি বা কেএমডিএ।
বেহালাবাসীর জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে কলকাতার বেহালা থেকে জেমস লং সরণি পর্যন্ত মাটির নিচ দিয়ে তৈরি করা হচ্ছে টানেল। এবার থেকে টানেলর সাহায্যে ওই জমা জল সরিয়ে দেওয়া সম্ভব হবে। এই টানেলটির দৈর্ঘ্য ৩.৮ কিলোমিটার। ব্যাস ২.৭ মিটার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.