Header Ads

অনুব্রতর গড়ে পার্টি অফিস ফিরে পেল সিপিআই(এম)!

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলকে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড় করিয়েছে বিজেপি। একাধিক লোকসভা কেন্দ্র হাতছাড়া হয়েছে তৃণমূলের। আর এর পর থেকে রাজ্যে বেড়েছে বড় ফুলের দাপট। গেরুয়া উত্থান রুখতে মঙ্গলবার সিপিআই(এম)কে তাদের পার্টি অফিস ফিরিয়ে দিয়েছে তৃণমূল। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে খোদ অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর গড়ে।

অনুব্রত মণ্ডলের গড়ে গেরুয়া ঝড় শুরু হয়েছে লোকসভা নির্বাচনের আগে থেকে। তৃণমূলকে ভেঙে বাড়ছে বিজেপি সংগঠন। রাজনৈতিক মহলের মতে এই অবস্থায় সিপিআই(এম) এর শক্তি বাড়ুক চাইছে তৃণমূলের একটা বড় অংশ। এক বছরের বেশি সময় ধরে বোলপুরের রায়পুর-সুপুর পঞ্চায়েতের রজতপুরে সিপিআই(এম) এর পার্টি অফিস দখল করেছিল তৃণমূল। সেই পার্টি অফিস এখন সিপিআই(এম) এর হাতে তুলে দিল তৃণমূল। শাসক দলের নেতারাই পার্টি অফিসটি আনুষ্ঠানিকভাবে সিপিআই(এম) এর কর্মীদের হাতে তুলে দিয়েছে বলে জানা গিয়েছে।

পার্টি অফিস ফিরে পেয়ে খুশি স্থানীয় বাম নেতৃত্ব। তবে স্থানীয় সিপিআই(এম) নেতাদের মতে, সংগঠন ক্রমশ বাড়ছে। তাই পার্টি অফিস ফেরত দিতে বাধ্য হয়েছে তৃণমূল। যদিও লোকসভা নির্বাচনে বামেদের যা ফলাফল তাতে এই যুক্তি খাটেনা। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.