Header Ads

ভারতে আগের থেকে বেড়েছে বাঘের সংখ্যা, জানালেন প্রধানমন্ত্রী

নজরবন্দি ব্যুরো: গত বছর দেশে বাঘের সংখ্যা বেড়েছে ৭০০ । আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এমন তথ্য দিলেন মোদী। তাঁর কথায়, "এই খবর শুনে দেশের প্রতিটা নাগরিক খুশি হবেন।"
এখন বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯৬৭।

বাঘ সুমারির রেজাল্ট ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, " আমরা বাঘ বাঁচানোর জন্য প্রতিশ্রুতি-বদ্ধ। এ বছর বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।"যদিও  এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালে বাঘ সুমারি হয়েছিল দেশে।

২০১৪-র হিসাব অনুসারে কর্নাটকে ছিল ৪০৬ টি বাঘ। দেশের মধ্যে সবথেকে বেশি। উত্তরাখণ্ডে ৩৪০ এবং মধ্যপ্রদেশে ৩০৮টি বাঘ ছিল। ভারত সরকারের দেওয়া পরিসংখ্যান অনুসারে, ২০১৫-য় গোটা দেশে ১২টি বাঘ চোরা-শিকারিদের নিশানা হয়েছিল।
২০১৬ এবং ২০১৭ সালে তা বেড়ে দাঁড়ায় ২১ এবং ২৭। সেটা কমে ২০১৮-য়  ১৩টি চোরা-শিকারের ঘটনা ঘটে। তার মধ্যে লালগড়ে একটি বাঘকে মারা হয়েছিল। এ ছাড়াও ৫১টি বাঘের মৃত্যু হয়। সেগুলি চোরা-শিকার কি না, তা রিপোর্টে উল্লেখ নেই। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.