চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগ, অনশনে চাকরি-প্রার্থীরা!
নজরবন্দি ব্যুরো: চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ এলাকার এক দাপুটে নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম শৈলেন বর্মণ বলে জানা গিয়েছে। আগে তৃণমূল করতেন তবে বর্তমানে বিজেপিতে নাম লিখিয়েছেন।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি দেবার নামে করে মাথা পিছু ২ লাখ থেকে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ আছে।
টাকা ফেরতের দাবিতে মাথাভাঙা-১ নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের ওই নেতার বাড়ির সামনে অনশনে বসেন চাকরি-প্রার্থীরা। এই অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক শিশু সহ দু-জন। এই ঘটনায় অভিযুক্ত ও অনশনকারীদের গ্রেফতার করেছে মাথাভাঙা থানার পুলিশ।
প্রাথমিক শিক্ষকের চাকরি মিলবে টাকা দিলেই! এমন প্রতিশ্রুতি দিয়ে এলাকার দাপুটে নেতা শৈলেন বর্মণ একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা তোলেন। দিনবন্ধু বর্মণ, কমল রায় পাখাধরা, মিঠুন বর্মণ, প্রশান্ত বর্মণ ও হরকুমার বর্মণদের দাবি, তাঁদের কেউ দিয়েছেন দু-লাখ টাকা, কেউ দিয়েছেন ৮ লাখ টাকা।
অভিযোগ এই টাকা দেবার পরেও মেলেনি চাকরি। গতকাল সেই টাকা ফেরতের দাবিতে অভিযুক্তের বাড়ির সামনে ধরনায় বসেন প্রতারিত পাঁচ চাকরি-প্রার্থী ও তাঁদের বাড়ির লোকজন। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের চাকরি দেবার নামে করে মাথা পিছু ২ লাখ থেকে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ আছে।
টাকা ফেরতের দাবিতে মাথাভাঙা-১ নম্বর ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের ওই নেতার বাড়ির সামনে অনশনে বসেন চাকরি-প্রার্থীরা। এই অনশন করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক শিশু সহ দু-জন। এই ঘটনায় অভিযুক্ত ও অনশনকারীদের গ্রেফতার করেছে মাথাভাঙা থানার পুলিশ।
প্রাথমিক শিক্ষকের চাকরি মিলবে টাকা দিলেই! এমন প্রতিশ্রুতি দিয়ে এলাকার দাপুটে নেতা শৈলেন বর্মণ একাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা তোলেন। দিনবন্ধু বর্মণ, কমল রায় পাখাধরা, মিঠুন বর্মণ, প্রশান্ত বর্মণ ও হরকুমার বর্মণদের দাবি, তাঁদের কেউ দিয়েছেন দু-লাখ টাকা, কেউ দিয়েছেন ৮ লাখ টাকা।
কোন মন্তব্য নেই