Header Ads

প্রসঙ্গ কেন্দ্রীয় হারে বেতন! না যেনে আবোল তাবোল বকছেন মুখ্যমন্ত্রী : সুজন চক্রবর্তী

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে একাধিক তৃণমূল নেতা যোগ দিয়েছেন বিজেপিতে। এই ঘটনায় বেশ চাপে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মূলত টাকার বিনিময়ে চলছে বিজেপিতে যোগদান পর্ব।  যা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এমন চাঞ্চল্যকর অভিযোগ করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যা নিয়ে তৃণমূল নেত্রীকে আক্রমণ করতে ছাড়লেন না সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তী।

সুজন চক্রবর্তী বলেন, " মুখ্যমন্ত্রী বার বার টাকা নিয়ে বিজেপিতে যোগ দানের অভিযোগ করে আসছেন। তাহলে ওনার আমলে যেসব দল বদল হয়েছে সেগুলি টাকার বিনিময়েই হয়েছিল?" এর পরে তিনি বলেন, যদি টাকার বিনিময়ে দল বদল হয় তা স্বীকার করুন মুখ্যমন্ত্রী। এর পরেই এই বাম নেতা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন, রাজনীতিতে ঘোড়া কেনাবেচা হলে তার ব্যবস্থা নিক রাজ্য প্রশাসন।

সামনে বিধানসভার নির্বাচন। সেই নির্বাচন যে তৃণমূলের কাছে খুব একটা সহজ হবে না তা বুঝে গিয়েছে তৃণমূলের হেভি-ওয়েট নেতারা। তাই বিজেপিকে রুখতে নীতি নৈতিকতার কথা তুলে ধরার পরিকল্পনা নিয়েছেন তৃণমূল নেত্রী। কিন্তু, তাঁর সময়ই বিরোধী দলের বহু নেতা যোগ দিয়েছেন তৃণমূলে।
যা এখন বিরোধীদের মূল হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। সেই প্রসঙ্গ থেকে মানুষের দৃষ্টি ঘোরাতে অর্থকে দলবদলের কারণ হিসাবে তুলে ধরতে চেয়েছেন তৃণমূল সুপ্রিমো। এমনটাই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একটা বড় অংশ।

দেশের অন্য রাজ্যের প্রাথমিক শিক্ষকদের সমান বেতনের দাবি করে অনশন আন্দোলনে প্রাথমিক শিক্ষকদের একাংশ। এর পাশাপাশি শিক্ষকদের দাবি, তাদের সংগঠনের ১৪ জন সদস্যের বদলির নির্দেশ প্রত্যাহার করতে হবে। আজকের মঞ্চে শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবি মানা যে সম্ভব নয় তা স্পষ্ট করে দেন তৃণমূল নেত্রী।


এই প্রসঙ্গে সুজন চক্রবর্তীর বলেন, "রাজ্যের শিক্ষকরা বেশি বেতন দাবি করছে না। অন্য রাজ্যের গ্রেড অনুযায়ী সমহারে বেতনের দাবি করছেন। তারা মোটেই কেন্দ্রীয় হারে বেতন চাননি। তা হলে অনেক টাকা হত, কেন্দ্রে চলছে সাত এখানে পাঁচ। শিক্ষকরা চাইছেন দেশের অন্য রাজ্যগুলোর মত যোগ্যতা অনুযায়ী বেতন। এতে অন্যায়ের তো কিছু নেই।"  এর পরেই সুজন বাবু বলেন, মুখ্যমন্ত্রী বিষয়টি না বুঝেই এই মন্তব্য করেছেন, আবোল তাবোল বকছেন।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.