"আমি হরিদাস ব্যানার্জীর মতো চুরি করা পয়সায় আট তলা বাড়ির উপর থাকি না!" বিস্ফোরক সৌমিত্র খাঁ
নজরবন্দি ব্যুরো: আইনি জট কটার সাত মাস পরে বাঁকুড়ায় পা রাখলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। ঢুকেই জানালেন আগামী ছ-মাসে ৭৮ হাজার ৪৭, আগামী পাঁচ বছরে ৬ লক্ষ ৫৭ হাজার চারা গাছ লাগাবেন বাঁকুড়ায়। এমন সংখ্যার গাছ লাগাবার প্রসঙ্গে জানা গিয়েছে, সাংসদ ৬ লক্ষ ৫৭ হাজার ভোট পেয়ে ৭৮ হাজার ৪৭ ভোটের ব্যবধানে জিতেছিলেন।
আর সেই কারণে এমন উদ্যোগ নিয়েছেন সাংসদ।
আদালতের রায়ে জেলায় ঢোকার অনুমতি পেয়ে গতকাল নিজের জেতা লোকসভা কেন্দ্রে এসে একথা ঘোষণা করেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, সেই বিষয়টিকে স্মরণীয় করে রাখতেই গাছ বসানোর এই উদ্যোগ। তাঁর কথায়,"আমি গ্রামের ছেলে।
আমি হরিদাস ব্যানার্জীর মতো চুরি করা পয়সায় আট তলা বাড়ির উপর থাকি না।"
গতকাল সৌমিত্র বাবুর সঙ্গে জেলায় আসেন বিজেপি নেতা মুকুল রায়। ওখানে একটা সভা শেষ করে এক আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সারেন তাঁরা। মুকুল রায়, সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী সুজাতা খাঁ ও স্থানীয় বিজেপি নেতৃত্ব।
আর সেই কারণে এমন উদ্যোগ নিয়েছেন সাংসদ।
আদালতের রায়ে জেলায় ঢোকার অনুমতি পেয়ে গতকাল নিজের জেতা লোকসভা কেন্দ্রে এসে একথা ঘোষণা করেন তিনি। এর পাশাপাশি তিনি বলেন, সেই বিষয়টিকে স্মরণীয় করে রাখতেই গাছ বসানোর এই উদ্যোগ। তাঁর কথায়,"আমি গ্রামের ছেলে।
গতকাল সৌমিত্র বাবুর সঙ্গে জেলায় আসেন বিজেপি নেতা মুকুল রায়। ওখানে একটা সভা শেষ করে এক আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সারেন তাঁরা। মুকুল রায়, সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী সুজাতা খাঁ ও স্থানীয় বিজেপি নেতৃত্ব।

No comments