Header Ads

চেয়ারম্যান পদ থেকে সৌমিক হোসেনকে সরাল তৃণমূল নেতৃত্ব!

নজরবন্দি ব্যুরো: বিতর্কটা চলছিল বেশ-কিছুদিন ধরে। এবার সেই বিতর্কের শেষ হতে চলেছে। ডোমকল পৌরসভার চেয়ারম্যান পদ থেকে সৌমিক হোসেনকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব।

আগেই ডোমকল পৌরসভার ১৫ জন কাউন্সিলর চেয়ারম্যান সৌমিক  হোসেনের বিরুদ্ধে অনাস্থা এনে ছিল। আজ ছিল পৌরসভার ভোট। যদিও আজ নির্বাচন কক্ষে হাজির হন নি সৌমিক বাবু। এর পাশাপাশি অনুপস্থিত ছিলেন আরও ৬ জন কাউন্সিলর। যদিও ১৫ জন কাউন্সিলর সৌমিক হোসেনের বিরুদ্ধে অনাস্থা আনেন। এর পরেই সৌমিক হোসেনকে সরিয়া দেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল।

সৌমিক হোসেনকে নিয়ে অশান্তি শুরু অনেক দিন আগে থেকে। তাঁর বাবা মান্নান হোসেন ছিলেন জেলা তৃণমূলের সভাপতি। সৌমিক হোসেনের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনে তৃণমূলের অপর গোষ্ঠীর লোকেরাই। শুভেন্দু অধিকারী বিষয়টি মধ্যস্থতার চেষ্টা করেন। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয় নি। এর পরেই সৌমিক হোসেনকে পদত্যাগের পরামর্শ দেন শুভেন্দু বাবু। যদিও পদত্যাগ করছেন না বলে জানিয়ে দেন সৌমিক হোসেন। এর পরেই ১৫ জন কাউন্সিলরের অনাস্থার ভিত্তিতে সরতে হয় সৌমিক হোসেন কে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.