Header Ads

সিঙ্গুর নিয়ে অন্য সুর মুখ্যমন্ত্রীর গলায়, জমিতে চাষ করতে অনীহার অভিযোগ নেত্রীর।

নজরবন্দি ব্যুরো: ফের আলোচনায় সিঙ্গুর প্রসঙ্গ। একসময় তৃণমূল নেত্রী দাবি করেছিলেন সিঙ্গুরের মানুষের মুল ভরসা কৃষিকাজ। তারা চাষবাস করতে বেশি পছন্দ করেন। আর তাই একসময় সিঙ্গুর থেকে টাটাদের কারখানাকে সরতে বাধ্য করেছিলেন নেত্রী।
সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এখন অন্য সুর। তিনি এখন বলছেন সিঙ্গুরের মানুষ চাষ করতে চাইছে না।

ওখানকার জমিতে কৃষিকাজে অনীহা রয়েছে কৃষকদের একটা বড় অংশের। বুধবার বিধানসভায় এ কথা জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, জোর করে কাউকে মাঠে চাষ করানো যায় না। বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, "যাঁরা চাষ করতে চান, তাঁদের সব সাহায্য করবে সরকার। কিন্তু জোর করে কাউকে চাষ করান সম্ভব নয়। কেউ চাষ করতে চাইলে সাহায্য করা হবে।"

জমি ফেরত দেবার কথা দিয়েছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফেরত পেয়েছেন সিঙ্গুরের কৃষকরা। জমি ফেরত পাওয়া কৃষকদের মধ‍্যে এখন অনেকেই শিল্প চাইছেন। অনেকেরই অভিযোগ, প্রতিশ্রুতি মত চাষযোগ্য হয়নি সিঙ্গুরের জমি। তাই শিল্প চাইছে জমি ফেরত পাওয়া কৃষকদের অনেকেই। এর ফলে ওই এলাকার কৃষকদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ।   
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.