Header Ads

জিৎ গাঙ্গুলির সুরে এবার বাবার ছবিতে প্লে ব্যাক করছেন আলিয়া।

নজরবন্দি ব্যুরোঃ বাবা মহেশ ভাটের ছবি “ সড়ক-২” ছবিতে কাজ করছেন আলিয়া, এই খবর আর কারও অজানা নয়। ছবির শুটিং চলছে উটি তে। একে বাবার ছবিতে অভিনয় সেটা নিয়ে তো এক্তু টেনশান আছে কিন্তু উপরি হল সেই ছবিতে গান গাইছেন আলিয়া। সুরকার জিৎ গাঙ্গুলির সুরে। যদিও এর আগে ছবিতে প্লে ব্যাক করেছেন আলিয়া। তা কী ধরনের গান গাইছেন আলিয়া? সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি জানান একটা রোম্যান্টিক গান গাইছেন।
 ছবির খুব গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করা হবে গানটি। উটির আউটডোর শুটিং শেষ করে ফেরার পরই ফাইনাল ট্র্যাক রেকর্ড করা হবে। সুর তৈরি করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। যিনি আপাতত আলিয়ার ভয়েস মডুলেশন যাচাই করছেন। সেই মাফিক ফাইনাল ট্র্যাক তৈরি করবেন তিনি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.