Header Ads

মেয়রের পদ ধরে রাখতে মামলা করলেন সব্যসাচী দত্ত, পিছনে কি সেই মুকুল রায়?

নজরবন্দি ব্যুরো: সকাল-থেকে জল্পনা চলছিল। সেই জল্পনা এবার সত্যি হতে চলেছে। পুরসভায় মেয়রের পদ ধরে রাখতে আইনি পথে হাঁটলেন সব্যসাচী। তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন।
ওই মামলার শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী সোমবার।

সম্প্রতি বিধাননগর পুরনিগমে সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূল কংগ্রেস। আগামী ১৮ জুলাই অনাস্থা প্রস্তাবের উপরে ভোটাভুটির দিন নির্ধারিত হয়। যখন মেয়র পদ নিয়ে ক্রমশ রাজনৈতিক উত্তাপ বাড়ছে সেইসময় সব্যসাচীর সঙ্গে বৈঠক করেন মুকুল রায়।
মুকুল বাবু বেরিয়ে বলেন,সব্যসাচীর সঙ্গে আমার ভাল সম্পর্ক। ও আমার ভাইয়ের মতন। কৌশল বলে দিয়ে গেলাম। যদিও এর পরে আদালতে যাবার পরিকল্পনা করেন সব্যসাচী।
আজ সকালে আদালতে হাজির হম মেয়র। পরে সব্যসাচী দত্ত নিজেই জানান আইনজীবীদের সঙ্গে কথা বলতে এসেছেন। এরপরই মামলা দায়ের করেন তিনি। যদিও মামলায় বিষয়বস্তু স্পষ্ট করেননি সব্যসাচী। আদালত সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবে কাউন্সিলরদের সই রয়েছে। এই সই করার কারণ কি? এর পাশাপাশি আরও কিছু আইনগত গলদ আছে। আর সেইগুলিকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন বলে অনুমান বিশেষজ্ঞদের। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.