জাপান ওপেন থেকেও ছিটকে গেলেন সিন্ধু।
নজরবন্দি ব্যুরোঃ এবারও
ট্রফির দৌড় থেকে ছিটকে গেলেন সিন্ধু। প্রথমে ইন্দোনেশিয়া ওপেনে আর এবার জাপান ওপেন। এবং একই বিপক্ষের কাছে হেরে। কোয়ার্টার ফাইনালে ৫০ মিনিটের লড়াইয়ে সিন্ধুকে হারালেন আকানে ইয়ামাগুচি।
ম্যাচের ফল ১৮-২১, ১৫-২১। দিন খারাপ শুরু করেননি সিন্ধু। প্রথম গেমে শুরুতে ১১-৭ এগিয়ে যান। কিন্তু ম্যাচে প্রথম বিরতির পরে নিজের ঘরের কোটে ইয়ামাগুচি দারুণ ভাবে ফিরে গেম জিতে নেন। পরে প্রথম গেমের ছন্দ ধরে রেখে দ্বিতীয়তেও সাফল্য পান।
ম্যাচের ফল ১৮-২১, ১৫-২১। দিন খারাপ শুরু করেননি সিন্ধু। প্রথম গেমে শুরুতে ১১-৭ এগিয়ে যান। কিন্তু ম্যাচে প্রথম বিরতির পরে নিজের ঘরের কোটে ইয়ামাগুচি দারুণ ভাবে ফিরে গেম জিতে নেন। পরে প্রথম গেমের ছন্দ ধরে রেখে দ্বিতীয়তেও সাফল্য পান।
কোন মন্তব্য নেই