গেস্ট লেকচারার নতুন করে আর নিয়োগ নয়, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী
নজরবন্দি ব্যুরো: শিক্ষকদের বেতন বৃদ্ধির দিনে রাজ্যের কলেজ গুলির কর্মরত গেস্ট লেকচারারদের নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে আর নতুন কোনও গেস্ট লেকচারার নিয়োগ করা হবে না বলে সরাসরি জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
যদিও ইতিমধ্যেই যারা গেস্ট লেকচারার হিসাবে কাজ করছেন তাদের বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে দেখা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, " রাজ্যের কলেজ গুলোতে এখন পর্যন্ত যে সব অতিথি অধ্যাপকরা নিযুক্ত হয়েছেন, তাঁদের পাশে কীভাবে দাঁড়ানো যায় সেই বিষয় নিয়ে ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"
প্রসঙ্গত, চলতি মাসের প্রথমের দিকে গেস্ট লেকচারারদের নিয়োগ নিয়ে ভাবনাচিন্তার কথা জানিয়ে ছিলেন শিক্ষামন্ত্রী। ইউজিসি বিধি অনুযায়ী তাঁদের নিয়োগ করা হতে পারে বলে সেবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কলেজ সার্ভিস কমিশনকে গেস্ট লেকচারার নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে নির্দেশও দিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
যদিও ইতিমধ্যেই যারা গেস্ট লেকচারার হিসাবে কাজ করছেন তাদের বিষয়টি বিশেষ গুরুত্বের সাথে দেখা হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী বলেন, " রাজ্যের কলেজ গুলোতে এখন পর্যন্ত যে সব অতিথি অধ্যাপকরা নিযুক্ত হয়েছেন, তাঁদের পাশে কীভাবে দাঁড়ানো যায় সেই বিষয় নিয়ে ভাবছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।"

No comments