Header Ads

প্রেম করছেন পরিণীতি। প্রেমিকের নাম কি জানেন?

নজরবন্দি ব্যুরোঃ দিদি প্রিয়াঙ্কার প্রেম নিয়ে বলিউডে কম চর্চা হয়নি। অবশেষে নিকের সাথে বিয়ে করে ঘর করছেন প্রিয়াঙ্কা। এবার বলিউডে জোর গুঞ্জন বোন পরিণীতিকে নিয়ে। তিনি নাকে চুটিয়ে প্রেম করছেন। প্রেমিকের নাম চরিত দেশাই। ‘অগ্নিপথ’ ছবিতে সহপরিচালকের ভূমিকায় ছিলেন চরিত দেশাই। করন জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গেও বহুবছর ধরে যুক্ত তিনি।
 শোনা যাচ্ছে, ২০১৬ সালে প্রথম দেখা হয় পরিণীতি ও চরিতের। তখন থেকেই তাঁদের প্রেম পর্ব শুরু। যদিও এই ব্যাপারে নায়িকার বক্তব্য খুব স্পষ্ট তিনি বলেছেন “আমি কোনও কিছুই স্বীকার বা অস্বীকার করিনি। আমার পরিবার, বন্ধুবান্ধব সত্যিটা জানে। সেটাই যথেষ্ট। মিডিয়া চায় বিষয়টি পাঁচ কান করি। কিন্তু এটা আমার ব্যক্তিগত ব্যপার”
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.