Header Ads

এবার বেতন বৃদ্ধির দাবিতে সরব হলেন পঞ্চায়েত অফিসাররা!

নজরবন্দি ব্যুরো: কিছুদিন আগেই লাগাতর আন্দোলনের মাধ্যমে নিজেদের দীর্ঘ দিনের বেতন বৃদ্ধির দাবিকে ছিনিয়ে নিয়েছেন শিক্ষকরা। এবার প্রাথমিক শিক্ষকদের পথে হেঁটে বেতন বাড়ানোর দাবি জানালেন পঞ্চায়েতের অফিসাররা।
সরকারি কাজে হোয়াটসঅ্যাপ বর্জনের হুঁশিয়ারি দিলেন তাঁরা। যা নিয়ে রীতিমতো সাড়া পড়েছে সরকারি কর্মীদের মধ্যে।

মৌলালি যুবকেন্দ্রে "পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন" আয়োজিত অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দিলেন তাঁরা। এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রায় ২৫০ জন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট।
তাঁদের অভিযোগ অনেক বেশি যোগ্যতা থাকার পরেও তাঁরা অধস্তন নির্মাণ সহায়ক-দের থেকে কম বেতন পাচ্ছেন। এটা হতাশাজনকও। ওই কমিটির সভাপতি বিশ্বজিৎ দাস পোদ্দার জানান, "আমরা এবার থেকে হোয়াটসঅ্যাপকে মান্যতা দেব না। হয় লিখিত অর্ডার করা হোক, অথবা ই-মেলে নির্দেশ দেওয়া হোক। যাতে পরবর্তীতে আমরা বিপদের সামনে না দাঁড়াই।"

তাঁদের সাফ কথা, হোয়াটসঅ্যাপে আসা নির্দেশ আর মানবেন না তারা। মান্যতা দেওয়া হবে শুধু ই-মেলে আসা নির্দেশকে। সরকারি কাজে তাঁরা আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন না। সমস্ত সরকারি গ্রুপ থেকে গণ-এক্সিট করবেন তারা।  

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.