Header Ads

নুসরতের সঙ্গে নিখিল জৈনের বিয়ে বৈধ নয়। বললেন ফতেহপুরের শাহি ইমাম।

নজরবন্দি ব্যুরোঃ আবার বিতর্কের মুখে অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। সিন্দুর বিতর্কের পর এবার তাঁর বিয়ে নাকি বৈধ নয়। জানালেন ফতেহপুরের শাহি ইমাম মুফতি মুকররম আহমেদ । তিনি বলেন নুসরতের সঙ্গে নিখিল জৈনের বিয়ে কখনওই ইসলাম মতে বৈধ নয়। তিনি বলেন, আমি জানিনা ফতোয়ায় কী উল্লেখ করা রয়েছে তবে ইসলাম কখনও সিঁদুর মেনে নেয় না। তিনি আরও বলেন সিঁদুর মুসলিম সংস্কৃতির মধ্যে পড়ে না এটা বিয়ে নয়। এটা অনেকটাই একটা সম্পর্ককে শো অফ করার সামিল।
 মুসলিম ও জৈনরা কোনও মতেই মেনে নেবে না এই বিয়ে। উনি কোনও মতেই এখন আর জৈন নন বা মুসলিম নন। উনি বড় অপরাধ করে ফেলেছেন এটা ওংর করা উচিত ছিল না। প্রসঙ্গত এই বিতর্কে সবাই নুসরতের পাশে দাঁড়িয়েছেন বিজেপি শিবিরের বাবুল সুপ্রি থেকে দেবশ্রী চৌধুরী কিংবা লকেট চট্টোপাধ্য়ায়। কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি। বন্ধু মিমি। তবে আশ্চর্য জনক ভাবে এখনও তাঁর নিজের দল তৃণমূল থেকে বা মমতার দিক থেকে সে ভাবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.