নবদীপ সাইনি ভারতীও ক্রিকেটের গতির আকাশে নতুন তারা।
নজরবন্দি ব্যুরোঃ ভারতীও জাতীও দলে নতুন এক তারকার জন্ম হতে চলেছে। যার নাম নবদীপ সাইনি। টেনিস বলে তার ক্রিকেট খেলা শুরু বছর ৬ আগে। সেখানথেকে দিল্লীর গৌতম গম্ভীরকে নেটে বল করারা সুযোগ। তার বলের গতিতে গম্ভীর কে বেশ কয়েকবার পরাস্ত করা। চোখে পরে যানা তাঁর। অনেক লড়াই করে দিল্লীর রঞ্জি দলে সুযোগ করে দেন গম্ভীর। তারপর আর পেছনে তাকাতে হয়নি নবদীপকে। ২০১৭-১৮ মরশুমে দিল্লীর হয়ে ৮ ম্যাচে ৩৪ উইকেট।
এর পর আইপিএল আর সি বি-র হয়ে ১৩ ম্যাচে ১১ উইকেট। আর তারপর ক্যারিবিয়ান সফরে ভারতীও দলের ওয়ান ডে আর টি-২০ দলে সুযোগ। ১৪৮-১৫০ কিমি বেগে বল কোর্টে পারেন নবদীপ। গতির সাথে দু দিকে সুইং করাতে পারেন তিনি। আর এই জন্য আজ রাতারাতি এই জাগাতে পৌঁছে গিয়েছেন তিনি। এবার কিন্তু বল কোরতে হবে অভিজ্ঞ গেল রাশেল দের। আর সেখানে সাফল্য এলে তিনি সত্যি সত্যি হয়ে উঠবেন ক্রিকেটের গতির আকাশে নতুন তারকা।
এর পর আইপিএল আর সি বি-র হয়ে ১৩ ম্যাচে ১১ উইকেট। আর তারপর ক্যারিবিয়ান সফরে ভারতীও দলের ওয়ান ডে আর টি-২০ দলে সুযোগ। ১৪৮-১৫০ কিমি বেগে বল কোর্টে পারেন নবদীপ। গতির সাথে দু দিকে সুইং করাতে পারেন তিনি। আর এই জন্য আজ রাতারাতি এই জাগাতে পৌঁছে গিয়েছেন তিনি। এবার কিন্তু বল কোরতে হবে অভিজ্ঞ গেল রাশেল দের। আর সেখানে সাফল্য এলে তিনি সত্যি সত্যি হয়ে উঠবেন ক্রিকেটের গতির আকাশে নতুন তারকা।
কোন মন্তব্য নেই