Header Ads

গাভাসকরে মন্তব্বের জবাব দিলেন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।

নজরবন্দি ব্যুরোঃ সম্প্রতি নির্বাচকদের বিরুদ্ধে সব থেকে আক্রমণাত্মক মন্তব্য করেন সুনীল গাভাসকর। এক সাক্ষাৎকারে তিনি নির্বাচকদের কোচ ও ক্যাপ্টেনের “হাতের পুতুল” বলে স্পষ্ট ইঙ্গিত করেছেন।বর্তমান নির্বাচক কমিটির দূরদৃষ্টির অভাব রয়েছে বলেও মত প্রকাশ করেন অনেক প্রাক্তন খেলোয়াড়। এবার তারই উত্তর দিলেন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ। সংবাদ সংস্থা কে দেওয়া সাক্ষাৎকারে প্রসাদ বলেন “এই নির্বাচক কমিটির যদি দূরদৃষ্টির অভাব থাকত কীভাবে জসপ্রীত বুমরা টেস্টে সফল হয় এবং টেস্টে আইসিসি'র এক নম্বর বোলারে পরিণত হয়।

 ওকে তো প্রাথমিকভাবে সীমিত ওভারের ক্রিকেটের মনে করা হত। যদি আমাদের দৃরদৃষ্টি না থাকত, তবে হার্দিক পান্ডিয়া, কীভাবে তিন ফর্ম্যাটেই অল-রাউন্ডার হিসাবে জাতীয় দলে প্রতিষ্ঠিত হতে পারত”। তিনি আরও বলেন “আমরা সীমিত ওভারের ক্রিকেটে কুলদীপ যাদব ও যুবেন্দ্র চাহালের মতো রিস্ট স্পিনারের আমদানি করেছিলাম। ঋষভ পন্তকে তো টেস্টের জন্য ভাবা কখনই সম্ভব ছিল না। অথচ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় ও প্রমাণ করে দিয়েছে যে, ব্যাটে ও উইকেটের পিছনে গ্লাভস হাতে দীর্ঘতম ফর্ম্যাটেও সফল হতে পারে”।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.