Header Ads

কলকাতায় আসছেন মোহন ভাগবত!

নজরবন্দি ব্যুরো: আগামীকাল অর্থাৎ বুধবার কলকাতায় আসছেন আরএসএস-এর বর্তমান চালক মোহন ভাগবত। আগামী কাল সকালে ৭ টার সময় কলকাতা বিমান বন্দরে পা রাখবেন তিনি।
বিমানবন্দর থেকে সোজা চলে যাবেন আরএসএস-এর কার্যালয় কেশব ভবনে। আরএসএস সূত্রের  খবর, তিনি কেশব ভবনে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক সারবেন। মূলত তিনি খোঁজখবর নেবেন দক্ষিণ বঙ্গে আরএসএস-এর অগ্রগতি। এই নিয়ে সংগঠনের দায়িত্বে থাকা ব্যক্তিদের থেকে বিস্তারিত খবর নেবেন। এই প্রসঙ্গে দক্ষিণবঙ্গের আরএসএস-এর প্রধান জিষ্ণু বসু বলেন, "মূলত সাংগঠনিক কাজে তাঁর এই রাজ্য সফর। আগামীকাল আরএসএস-এর একাধিক সাংগঠনিক বৈঠক যোগ দেবেন তিনি।"

প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে বড় রকমের সাফল্য পায় বিজেপি।
তৃণমূলের একাধিক হেভি-ওয়েট নেতাদের হারিয়ে ১৮ টি আসনে জয় ছিনিয়ে নেয় বিজেপি। আর এর পর থেকে বঙ্গে বিজেপি ও আরএসএস-এর কাজকর্ম আগের থেকে অনেক বেড়ে যায়। সামনেই বিধানসভা নির্বাচন । সেই নির্বাচনের আগে সংগঠনকে আরও মজবুত করতে চাইছে বিজেপি নেতৃত্ব। আর সেই কারণে রাজ্যে বার বার এসে বৈঠক সারছেন আরএসএস-এর বর্তমান চালক মোহন ভাগবত। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.