আজম খানের মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করলেন মিমি-নুসরত।
নজরবন্দি ব্যুরোঃ সংসদে মহিলা সাংসদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে সমাজবাদী পার্টির সাংসদ আজম খানের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠল শাসক-বিরোধী সব পক্ষ। মহিলা সম্মান ও নিরাপত্তা রক্ষার পক্ষে সওয়াল করে এক যোগে বিজেপি, কংগ্রেস ও তৃণমূল আজম খানের বিরুদ্ধে গর্জে ওঠেন।আর সেই আজমের বিরুদ্ধে সবার সঙ্গে তীব্র প্রতিবাদ জানান বাংলার ২ নতুন অভিনেত্রী সাংসদ মিমি ও নুসরত। এই ঘটনার প্রতিবাদ কোর্টে গিয়ে লোকসভাতে মিমি বলেন “কোনও সাংসদই এমন ভাষায় কথা বলতে পারেন না।
স্যার(স্পিকার কে উদ্দেশ্য করে) সব মহিলারাই আপনার কাছ থেকে বড় কোনও সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন”। অপর দিকে সোশ্যাল মিডিয়াতে নুসরত এই ঘটনার নিন্দা করেন। তিনি লেখেন “সংসদের বাইরে হোক কিংবা সংসদের চৌকাঠের ভিতরে, কোনও মহিলার সঙ্গে এধরনের অভব্য আচরণের তীব্র ধিক্কার জানাই”। আজম খান শুধু এই বারই নয় এর আগেও মহিলাদের কটূক্তি করেছেন। লোকসভা ভোটের আগে এই সমাজবাদী পাটির নেতা অভিনেত্রী ও বিজেপি প্রার্থী জয়া প্রদা সম্পর্কে কু-মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। সেবার কিছু হয়নি কিন্তু এবার বেশ বিপাকে এই নেতা।
কোন মন্তব্য নেই