Header Ads

মেট্রোয় আটকাল যাত্রীর হাত, ফের যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন ।

নজরবন্দি ব্যুরো: এখনও সজল কাঞ্জিলালের দুর্ঘটনার আতঙ্কের রেশ কাটেনি। এরি মধ্যে ফের চাঞ্চল্য ছড়াল মেট্রো স্টেশনে। ফের মট্রোর গেটে আটকে গেল যাত্রীর হাত।
ঘটনাটি ঘটে আজ সকাল ৯ টায় নেতাজি ভবন স্টেশনে।
জানা গিয়েছে, আজ ফের ট্রেনের ভিতরে থাকা এক যাত্রীর হাত আটকে যায় মেট্রোর গেটে। এই ঘটনাটি দেখতে পায় এক আরপিএফ। তখনই থামিয়ে দেওয়া হয় মেট্রোটি। আরপিএফের তৎপরতায় বেঁচে যায় ওই ব্যক্তির প্রাণ। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এদিনও কাজ করল না সেন্সর। কেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছিল তা নিয়ে ফের সমালোচনার মুখে মেট্রো কর্তৃপক্ষ।

সম্প্রতি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় সোনারপুরের বাসিন্দা সজল কাঞ্জিলালের। মেট্রোর গেটে আটকে যায় বছর ৬৪-র ওই বৃদ্ধ। পরে থার্ড লাইনে পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর ঘটনায় সমালোচনার মুখে পড়ে মেট্রো কর্তৃপক্ষ। গাফিলতির অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের আরও একটি ঘটনায় কার্যত আতঙ্কিত নিত্য যাত্রীরা।  

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.