Header Ads

আই লিগ বাঁচাতে কৈলাসের সাথে বৈঠক দুই প্রধানের। তবে কি ময়দানে অনুপ্রবেশ গেরুয়া শিবিরের?

নজরবন্দি ব্যুরোঃ সুপার লিগের প্রধান আয়োজককারী সংস্থার চাপে ফেডারেশন দেশের এক নম্বর লিগের মান্যতা কার্যত দিয়ে দিয়েছে আইএসএল-কে। কিন্তু এখনি হাল ছাড়তে রাজি নন ভারতের দুই বড় ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান। আর সেই কারনেই প্রধানমন্ত্রীকে চিঠি দেবার পাশাপাশি এদিন দুই ক্লাবের কর্তারা বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়ের সঙ্গে দেখা করে বিষয়টিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ্ত প্রার্থনা করেন। আজ কলকাতার হিন্দুস্থান ক্লাবে তাঁর সঙ্গে আলোচনায় বসেন দুই ক্লাবের প্রতিনিধিরা।
 ইস্টবেঙ্গলের তরফে উপস্থিত ছিলেন শান্তিরঞ্জন দাশগুপ্ত এবং দেবব্রত সরকার। অন্যদিকে, মোহনবাগানের প্রতিনিধি ছিলেন সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত। এর আগে একাধিকবার আইলিগের ক্লাব জোট নিজেদের মধ্যে আলোচনা করেছেন ,সেখানে উপস্থিত ছিল লালহলুদের পক্ষ থেক অজিক আইজ্যাক, বাগানের দুই শীর্ষ কর্তা দেবাশিস দত্ত-সৃঞ্জয় বসু, মিনার্ভার কর্ণধার রঞ্জিত বাজাজ কিন্তু কিছুতেই কিছু করা যায়নি। তাই এবার কৈলাসের সাথে আলোচনা। তবে এই ঘটনার মাধ্যমে কি বাঙালার ময়দানে বিজেপির অনুপ্রবেশ ঘটলো? প্রশ্ন উকি দিচ্ছে ময়দানের ঘাসে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.