Header Ads

সিসিডি-র কর্ণধারের মৃত্যু নিয়ে মোদীকে তোপ মমতার।

নজরবন্দি ব্যুরোঃ সোমবার সন্ধ্যা থেকে খোঁজ মিলছিল না ক্যাফে কফি ডে-র প্রতিষ্ঠাতা ভি জি সিদ্ধার্থর। অবশেষে বুধ বার সকাল ৬.৩০ এ নেত্রবতী নদীতে তাঁর দেহ মিলেছে। পুলিস সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় মেঙ্গালুরুর জেপ্পিনা মোগারু এলাকায় নেত্রাবতী নদীর উপরে উল্লাল সেতুতে চালককে গাড়ি থামাতে বলে গাড়ি থেকে নেমে যান ক্যাফে কফি ডে-র কর্ণধার। এর পর থেকেই আর কোনও খোঁজ মিলছিল না তাঁর।

সোমবার নেত্রাবতী নদীতে এক ব্যক্তিকে ঝাঁপ দিতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এই মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে এই মৃত্যুর জন্য মোদী সরকারের উপর দোষ চাপান। তিনি বলেন “ভিজি সিদ্ধার্থের মতো আরও অনেক শিল্পপতিই চাপে রয়েছে। বিরোধীরাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার”। তিনি আরও আশঙ্খা প্রকাশ করে বলেন এজেন্সিগুলি যেন দেশের ভবিষ্যত্ ধ্বংস না করে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.