Header Ads

এবার জমি দুর্নীতি রুখতে তৎপর রাজ্য প্রশাসন!

নজরবন্দি ব্যুরো: এবারের লোকসভা নির্বাচনে প্রথম বড় রকমের বিপর্যয়ের মুখে পড়ে শাসক দল তৃণমূল কংগ্রেস। পরাজিত হয়েছেন হেভি-ওয়েট তৃণমূল নেতারা। বিজেপি ১৮ টি আসন জিতে বড় রকমের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে।
সামনে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন শাসক দলের কাছে খুব একটা সহজ হবে না, সেটা বুঝে গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়।
হারের কারণ খুঁজতে গিয়ে বেশকিছু বিষয় উঠে আসে। তার মধ্যে অন্যতম হল গোটা রাজ্য জুড়ে দুর্নীতি। আর এই দুর্নীতিতে বেশিরভাগ সময় নাম জড়িয়েছে শাসক দলের সদস্যদের। তাই নেত্রীর নির্দেশে দুর্নীতি রুখতে আরও কঠোর হচ্ছে নবান্ন।

জেলায় জেলায় জমি দুর্নীতির অভিযোগ। এবার সেই দুর্নীতি রুখতে তৎপর নবান্ন। এমন অভিযোগ পাবার পরেই খোঁজ-খবর শুরু নবান্নের।
কোন কোন জেলায় কত সরকারি জমি? সরকারি জমির বর্তমান অবস্থা কেমন? জেলা ভূমি দফতর থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নবান্ন।
উন্নয়নের কাজে জমি অধিগ্রহণ প্রয়োজন। জমি অধিগ্রহণের প্রক্রিয়া কোন অবস্থায় দাঁড়িয়ে, সেই ব্যাপারেও খোঁজ নিচ্ছেন নবান্নের কর্তারা। সীমান্ত এলাকার জমি নিয়ে ভূমি দফতর থেকে রিপোর্ট চেয়েছে নবান্ন । 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.