Header Ads

কর্ণাটকের ১৬ বিধায়কদের সন্ধ্যা ৬ টার মধ্যে ইস্তফা জমা দেবার নির্দেশ!

নজরবন্দি ব্যুরো: সুপ্রিম কোর্টের রায়ে কর্ণাটক নিয়ে বিতর্ক আরও বাড়ল। কর্ণাটকের ১৬ বিদ্রোহী বিধায়কদের নতুনকরে ইস্তফা-পত্র জমা দেবার নির্দেশ দিল বিচারপতি।
আজ সন্ধে ৬টার মধ্যে স্পিকারের কাছে ফের ইস্তফা-পত্র জমা দিতে হবে। এনিয়ে ফের শুনানি চলবে শীর্ষ আদালতে।
আজ দুপুর দু-টোর মধ্যে মুম্বই থেকে কংগ্রেস বিধায়করা বেঙ্গালুরুতে আসতে পারেন বলে অনেকের অনুমান। আদালত ওইসব বিধায়দের নিরাপত্তা আরও বাড়াবার নির্দেশ দিয়েছে।
শীর্ষ আদালত জানিয়ে দেয় সরাসরি স্পিকারের কাছে গিয়ে তাঁদের পদত্যাগের কথা জানাতে হবে। এর পাশাপাশি আদালতের পক্ষ থেকে কর্ণাটকের স্পিকারকে গোটা বিষয়টি নিয়ে আজই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অনুরোধ করা হয়েছে।
এদিকে, ওইসব বিধায়করা তাদের ইস্তফা দেওয়ার পর কুমারস্বামী সরকারের টালমাটাল অবস্থা। বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ইস্তফার দাবিও উঠেছে। অনেকেই মনে করছে ইস্তফা দিতে পারেন কুমারস্বামী। তবে সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.