Header Ads

ইয়েদুরাপ্পা আস্থা ভোটে জেতার পরেই স্পিকার পদে ইস্তফা দিলেন রমেশ কুমার!

নজরবন্দি ব্যুরো: এবার কর্নাটকে বিধানসভার স্পিকার পদ থেকে সরে দাঁড়ালেন রমেশ কুমার। আজ মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা আস্থা ভোটে জেতার পরেই স্পিকার পদে ইস্তফা দেন রমেশ কুমার।
যদিও আস্থাভোটে জিতে সংখ্যা গরিষ্ঠতা প্রমাণ করেছে বিজেপি।
স্পিকার পদে ইস্তফা দেওয়ার সময় বিধানসভায় তিনি বলেন, "কোনও ভুল থাকলে, ক্ষমা করবেন। আমার মনে হয় এটাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি আমার পদে ইস্তফা দিচ্ছি। আমি এই পদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সব সময় চেষ্টা করেছি।" কংগ্রেস ও জেডিএস-এর বিদ্রোহী ১৪ জন বিধায়কের সদস্যপদ খারিজ করেছেন কর্নাটক বিধানসভার স্পিকার রমেশ কুমার।
অধ্যক্ষের এমন সিদ্ধান্তের জেরে ম্যাজিক ফিগার নেমে ১০৫ এসে দাঁড়ায়। ১০৫ বিধায়ক থাকায় আস্থা ভোটে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন ইয়েদুরাপ্পা। এর আগে কংগ্রেস-জেডিএস সরকারের বিরুদ্ধে অনাস্থা আনে বিজেপি। সেখানে জিতে যায় বিজেপি। পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.