Header Ads

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝে ৮ হাজারের বেশি কর্মী নিয়োগ!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে নিয়োগ নিয়ে বহু অভিযোগ আছে। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে শুধু শিক্ষক নিয়োগ নয়, প্রায় সব ধরণের নিয়োগ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে।
আর স্বচ্ছভাবে নিয়োগের দাবিতে আদালতে মামলা পর্যন্ত দায়ের করতে হয়েছে পরীক্ষার্থীদের। তাই এই মুহূর্তে রাজ্যে নিয়োগ নিয়ে একাধিক প্রশ্ন দেখা দিয়েছে।
রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীদের ভবিষ্যৎ ক্রমশ অন্ধকারের দিকে এগিয়ে চলেছে তা প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে।

এইরকম সময়ে খুশির খবর পরীক্ষার্থীদের কাছে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে মোট ৪৫ টি আঞ্চলিক ব্যাঙ্কে অফিসার স্কেল ১, ২, ৩  এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ৮ হাজারের বেশি শূন্যপদে কর্মী নিয়োগ হতে চলেছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে।
অবজেকটিভ প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে রিজনিং, নিউমেরিক্যাল এবিলিটি। দু-ই ক্ষেত্রে মোট ৮০ নম্বরের পরীক্ষা। সময় থাকবে ৪৫ মিনিট।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.