Header Ads

আগামী বছরের আইপিএল হতে পারে ১০ টি দল নিয়ে!

নজরবন্দি ব্যুরোঃ বদলে যাচ্ছে আইপিএল। আর আটদলীয় টুর্নামেন্ট নয়। বরং আগামী আইপিএলে দেখা যাবে দশ দলের টুর্নামেন্ট। সর্বভারতীয় একাধিক প্রচারমাধ্যম সূত্রে খবর এমনটাই। ২০২০ সালেই দেখা যাবে নতুন দুই দল। ফ্র্যাঞ্চাইজি দল হওয়ার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে আদানি গ্রুপ (আহমেদাবাদ), আরপি গোয়েঙ্কা গ্রুপ (পুণে) এবং টাটা গ্রুপ (ঝাড়খণ্ড ও রাঁচি)। এছাড়াও একাধিক কর্পোরেট কোম্পানি আইপিএলে দল নামাতে আগ্রহী।২০১১ সালে আইপিএল গভর্নিং কাউন্সিল প্রথমবার আট থেকে বাড়িয়ে ১০ দলের আইপিএল শুরু করে।
 সেবার খেলে কোচি টাস্কার কেরল ও পুণে সুপারজায়ান্ট। কিন্তু দুই বছর পরই একাধিক বিতর্কের কারণে সরে যায় দুটি দল। কিন্তু আইপিএল-এর দল সংখ্যা বাড়ানোর পক্ষেই রয়েছেন ফ্র্যাঞ্চাইজিরা। লন্ডনে নতুন মালিক পক্ষগুলির সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলগুলির মালিকরা আলোচনায় বসেন। সেখানেই নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি দল আইপিএলে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এই বৈঠকের কথা স্বীকার করেছেন বিসিসিআই সিইও রাহুল জোহুরি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.