Header Ads

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘে শুর চড়াল ভারত।

নজরবন্দি ব্যুরোঃ মোস্ট ওয়নটেড ডন দাউদ ইব্রাহিম যে পাকিস্তানেই আছেন তাঁর প্রমান দিয়েছে ভারত আর ভারতের এই প্রমান কে শিলমোহর দিয়েছে অ্যামেরিকা।এবার এই ডন এর বিরুদ্ধে রাষ্ট্র সংঘে সবর হল ভারত। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেছেন- “আমাদের এলাকায় সবচেয়ে বড় বিপদ হল পাকিস্তানের মদতপুষ্ট দাউদ ইব্রাহিমের ডি-কোম্পানি। তিনি বলেন, ডি-কোম্পানি, লস্কর-ইতইবা, জইশ-ইমহম্মদ গোটা ভারতীয় উপমহাদেশে সন্ত্রাস ছড়াচ্ছে। মানুষ পাচার, মাদক পাচারের ব্যাবসা করে বিপুল অর্থ সংগ্রহ করছে।
এটা আন্ডারওয়ার্ল্ড অপরাধীদের সিন্ডিকেট থেকে সন্ত্রাসবাদীদের বিশাল নেটওয়ার্কে পরিণত হয়েছে ডি কোম্পানি। আমরা রাষ্ট্রসংঘের সব সদস্য দেশের কাছে আবেদন জানাচ্ছি দাউদ ইব্রাহিমকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করা হোক এবং ডি কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হোক। সবটাই করা হোক রাষ্ট্রসংঘের ১২৬৭ নম্বর কমিটির সুপারিশ মেনে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.