Header Ads

যোগ্যতা সম্পন্ন অতিথি অধ্যাপকদের জন্য গুরুত্বপূর্ণ খবর শোনালেন শিক্ষামন্ত্রী! পড়ুন

নজরবন্দি ব্যুরো: এবার অতিথি অধ্যাপক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে শিক্ষা দফতরের অনুমোদন ছাড়া কোনও কলেজে অতিথি অধ্যাপক রিক্রুট করা চলবে না। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন উচ্চশিক্ষা দফতরকে আড়ালে রেখে এই নিয়োগ এবার থেকে বন্ধ করতে হবে।

তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, "অতিথি অধ্যাপক নিয়োগ করে কলেজের পরিচালন সমিতি। পার্ট টাইম শিক্ষক, গেস্ট লেকচারার-সহ বহু অপ্রয়োজনীয় পদে নিয়োগ হয়েছে এর আগে। শিক্ষা দফতরকে না জানিয়েই এই নিয়োগ করা হয়েছে। সে কারণে অসন্তোষ প্রকাশ করেছে পূর্ণ সময়ের অধ্যাপকরা। যদিও এবার থেকে বদল হবে সেই নিয়ম। কোন কলেজে কত শিক্ষক প্রয়োজন, সরকারের আর্থিক অবস্থার দিকে নজর রেখে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।"
এর পরে শিক্ষামন্ত্রী বলেন, এখন যাঁরা কলেজে অতিথি অধ্যাপক হিসেবে কাজ করছেন, ইউজিসি-র নিয়ম অনুযায়ী যে সব অতিথি অধ্যাপকের যোগ্যতা আছে, কলেজ সার্ভিস পরীক্ষায় তাঁদের বিশেষ সুবিধা দিয়ে স্থায়ী-করণের কথা ভাবা হচ্ছে। এর সঙ্গে যাঁদের যোগ্যতা নেই তাঁদের বিষয়টিও ভাবনা-চিন্তা করে দেখবে শিক্ষা দফতর। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.