Header Ads

আজ ও রিজার্ভ ডে তে খেলা না হলে কি হবে ভারতের? নিয়ম কি বলছে?

নজরবন্দি ব্যুরোঃ চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচে মঙ্গলবার ওল্ড ট্রাফোর্ডে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। এই বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় দুরন্ত পারফরম্যান্স করেছে ভারত। ইংল্যান্ড ম্যাচ বাদে সব ম্যাচেই বিপক্ষকে পর্যুদস্ত করেছে কোহলি অ্যান্ড কোং। এমন অবস্থায় আজ খেলতে নেমে টসে হেরে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। কিন্তু শুরুতেই উইকেট খুয়িয়ে বিপদে পরে তারা। শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের ৪৬.১ ওভারে স্কোর ২১১-৫। এর পরশুরু হয় বৃষ্টি। বন্ধ হয়ে যাই খেলা।
 কিন্তু প্রশ্ন হল যদি আর খেলা শুরু করার মত পরিস্থিতি না থাকে তাহলে কি হবে? তাহলে জেতা হবে সেটা হল আর এক টি রিজার্ভ ডে আছে সেদিন খেলা আজ যেখানে ম্যাচ শেষ হয়েছে, সেখান থেকেই খেলা শুরু হবে বুধবার। কিন্তু সে দিনও যদি বৃষ্টিতে খেলা না হতে পারে তাহলে? তাহলেও ভারতীওদের জন্য আছে সুখবর কারণ সেদিন খেলা না হলে ফাইনালে চলে যাবে ভারত। কারন গ্রুপ লিগে নিউ জিল্যান্ডের থেকে বেশি পয়েন্ট ছিল ভারতের সেই নিয়মেই সজা ফাইনালে ভারত।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.