আজ বাংলাদেশের বিরুদ্ধে নামছে টিম ইন্ডিয়া। হতে পারে বেশ কিছু পরিবর্তন।
নজরবন্দি ব্যুরোঃ বার্মিংহ্যামের এজবাস্টনেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম হারের পর মঙ্গলবার বাংলাদেশের বিরুদ্ধে নামতে হচ্ছে ভারতকে । সেমিফাইনালে যেতে হলে ভারতকে জিততে হবে আর মাত্র এক ম্যাচ। এ বার বাংলাদেশের বিরুদ্ধে সেই লক্ষ্যেই নামবে ভারত। অন্যদিকে বাংলাদেশেরও পুরোপুরি সেমিফাইনালের আশা শেষ হয়ে যায়নি। ভারত ও পাকিস্তানকে শেষ দুই ম্যাচে হারিয়ে দিতে পারলে তাদেরও সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকছে। সেই লক্ষ্যে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচে কিছু পরিবর্তন আনতে পারেন বিরাট। প্রথম একাদশে অন্তর্ভূক্তি ঘটতে পারে দীনেশ কার্তিক ও রবীন্দ্র জাদেজার।
বাদ পড়তে পারেন কেদার যাদব ও যুজবেন্দ্র চাহাল। কার্তিকের অভিজ্ঞতা যেমন রয়েছে তেমন শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করতে পারেন। এই বাংলাদেশের বিরুদ্ধে তিনি তা করে দেখিয়ছেন। অপরদিকে জাদেজার প্লাস পয়েন্ট হল তাঁর ব্যাটিং দক্ষতা। স্পিনের পাশাপাশি লোয়ার অর্ডারে যথেষ্ট ভাল খেলেতে পারেন তিনি আর ফিল্ডার হিসেবে তো অসাধারণ। তবে আবার ভুবনেশ্বর কুমারের কথাও ভাবছে টিম ম্যানেজমেন্ট চোটের পর এখন সুস্থ তিনি। তাই আজ কার্তিক, ভুবনেশ্বর এবং জাদেজার মধ্যে দু-জনকে দেখা যেতে পারে। খবর সেরকমই।
বাদ পড়তে পারেন কেদার যাদব ও যুজবেন্দ্র চাহাল। কার্তিকের অভিজ্ঞতা যেমন রয়েছে তেমন শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করতে পারেন। এই বাংলাদেশের বিরুদ্ধে তিনি তা করে দেখিয়ছেন। অপরদিকে জাদেজার প্লাস পয়েন্ট হল তাঁর ব্যাটিং দক্ষতা। স্পিনের পাশাপাশি লোয়ার অর্ডারে যথেষ্ট ভাল খেলেতে পারেন তিনি আর ফিল্ডার হিসেবে তো অসাধারণ। তবে আবার ভুবনেশ্বর কুমারের কথাও ভাবছে টিম ম্যানেজমেন্ট চোটের পর এখন সুস্থ তিনি। তাই আজ কার্তিক, ভুবনেশ্বর এবং জাদেজার মধ্যে দু-জনকে দেখা যেতে পারে। খবর সেরকমই।
Loading...
কোন মন্তব্য নেই