Header Ads

এবার মুখ্যমন্ত্রীর কাছে সমকাজে সম বেতনের দাবি জানাবে হোমগার্ডরা!

নজরবন্দি ব্যুরো: আন্দোলনের চাপে প্রাথমিক থেকে এমএসকে, এসএসকে-র শিক্ষকদের বেতন বাড়াতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। এবার সমকাজে সম বেতনের দাবি তুললেন হোমগার্ডরা।
গতকাল ছিল রাজ্য সম্মেলন। ওই সম্মেলন উপলক্ষে হাওড়া ময়দানের মেডিকেল ক্লাবে বিভিন্ন জেলার হোমগার্ডরা একত্রিত হন। ওই মঞ্চে হোমগার্ডরা দাবি করেন, দীর্ঘদিন ধরে পুলিশের মতো একই কাজ করছেন তারা। কিন্তু যাবতীয় সুযোগ-সুবিধা থেকে তাঁদেরকে বঞ্চিত করা হচ্ছে। বর্তমানে রাজ্যে হোমগার্ডের সংখ্যা প্রায় ১৪ হাজারের কাছাকাছি। অভিযোগ, তারা বছরের পর বছর বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। হাওড়া জেলা হোমগার্ড কমান্ডান্ট অরুণকুমার দে বলেন, "পুলিশের মতো সমস্ত দায়িত্ব পালনের পরেও কনস্টেবলদের এক চতুর্থাংশ বেতন পাই আমরা।
অবসরের পর মাত্র ৫০ হাজার টাকা পাই। সেই টাকা পেতেও অনেকটা সময় লেগে যায়। তাই আমরা চাই, অবসরের পর ন্যূনতম ৫ লাখ টাকা যেন সরকার থেকে দেওয়া হয়। তারা বলেন,  আজকের মিটিংয়ের পর তাঁদের দাবি-দাওয়া নিয়ে যাবতীয় সিদ্ধান্ত লিখিতভাবে মুখ্যমন্ত্রী জানান হবে। তবে আন্দোলনের পরিবর্তে সরকারের কাছে আবদন-নিবেদনকেই তাঁরা বেশি গুরুত্ব দেবেন।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.