আবার সোনা জিতলেন হিমা! এই নিয়ে ১৮ দিনে ৫টি।
নজরবন্দি ব্যুরোঃ অদম্য ইচ্ছা শক্তি ও অধ্যবসায় সমস্ত ব্যর্থতা ঢেকে দেয়। প্রমাণ করলেন সোনার মেয়ে হিমা দাস। দোহায় এশিয়ান চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ের ব্যর্থতা সোনা জয়ে ঢাকলেন ভারতীয় স্প্রিন্টার হিমা দাস। শনিবার চেক প্রজাতন্ত্রে চলতি মাসে পঞ্চম সোনাটি পেয়ে গেলেন তিনি। তাও আবার মরসুমের সেরা সময় করে।
তিনি মাত্র ১৮ দিনে জিতলেন ৫ নম্বর সোনা। ৪০০ মিটার দৌড়ে সোনা জেতার জন্য হিমা সময় নেন ৫৩.০৯ সেকেন্ড। ৪০০ মিটারে হিমার সেরা সময় ৫০.৭৯ সেকেন্ড। জাকার্তা এশিয়ান গেমসে। তাঁর পারফর্মেন্স দেখে একথা বলাই যায় মুড়ি-মুড়কির মতো সোনার পদক জিতছেন হিমা দাস। সোনা জেতাটা প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছেন ভারতের ‘গোল্ডেন গার্ল’।

No comments