মাত্র ১৫ দিনে ২ জোড়া সোনা জিতলেন ‘গোল্ডেন গার্ল’ হিমা দাস।
নজরবন্দি ব্যুরোঃ ট্র্যাকে গতির ঝড়তুলেছেন হিমা দাস।বুধবার চেক প্রজাতন্ত্রে তাবোর অ্যাথলেটিক্স মিটে মেয়েদের ২০০ মিটারে সোনা জিতেছেন তিনি। সময় নিয়েছেন ২৩.২৫ সেকেন্ড। সুধু এইটুকু তে শেষ নয়। গত ১৫ দিনে চার চারটি সোনা জিতেছেন এই ভারতীও অ্যাথলেটিক্। স্বপ্নের ফর্মে আছেন তিনি। পোল্যান্ডোজ জোড়া টুর্নামেন্টের ২০০ মিটারে চ্যাম্পিয়ন হন তিনি।
২ জুলাই পোল্যান্ডের পোজনান অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি'তে চলতি বছরে নিজের প্রথম প্রতিযোগীতামূলক টুর্নামেন্টের ২০০ মিটার দৌড়ে সোনা জিততে অসমের সোনার মেয়ে সময় নিয়েছিলেন ২৩.৬৫ সেকেন্ড। পরে ৭ জুলাই কুতনো অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটারে বছরের দ্বিতীয় স্বর্ণপদক গলায় ঝোলাতে হিমার সময় লাগে ২৩.৯৭ সেকেন্ড।
২ জুলাই পোল্যান্ডের পোজনান অ্যাথলেটিক্স গ্রাঁ প্রি'তে চলতি বছরে নিজের প্রথম প্রতিযোগীতামূলক টুর্নামেন্টের ২০০ মিটার দৌড়ে সোনা জিততে অসমের সোনার মেয়ে সময় নিয়েছিলেন ২৩.৬৫ সেকেন্ড। পরে ৭ জুলাই কুতনো অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটারে বছরের দ্বিতীয় স্বর্ণপদক গলায় ঝোলাতে হিমার সময় লাগে ২৩.৯৭ সেকেন্ড।

No comments