বর্ষা ঢুকতেই রুপোলি শস্যের আমদানি। দিঘাই উঠল ১২ টন ইলিশ।
নজরবন্দি ব্যুরোঃ বর্ষা ঢুকতেই রুপোলি শস্যের আমদানি। আর ইলিশের মরশুম শুরু হতেই সবার নজর থাকে দিঘার দিকেই। তাই এবার অপেক্ষার অবসান। আজ দিঘাতে উঠেছে ১২ টন ইলিশ। গত দু-দিন দিঘা মোহনায় ইলিশ উঠেছে মাত্র ১৮ টন। যদিও মত্স্যজীবীরা জানাছেন গতবারের তুলনায় এবার ইলিশের আমদানি কম।
শুক্রবার থেকে বৃষ্টি শুরু হতেই আশায় বুক বাঁধেন মত্স্যজীবীরা। অবশেষে ইলিশের দেখা মেলে। এখন যে মাছ উঠছে তার ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম। বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম ৭০০-৮০০ টাকা। মত্স্যজীবীদের ধারণা আগামী ৬-৭ দিনের মধ্যে আরও আমদানি হবে ইলিশের। কিন্তু দাম যে খুব কমে যাবে এমন ভাবার কারণ নেই।
শুক্রবার থেকে বৃষ্টি শুরু হতেই আশায় বুক বাঁধেন মত্স্যজীবীরা। অবশেষে ইলিশের দেখা মেলে। এখন যে মাছ উঠছে তার ওজন ৫০০ থেকে ৬০০ গ্রাম। বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়। ৭০০ থেকে ৯০০ গ্রামের ইলিশের দাম ৭০০-৮০০ টাকা। মত্স্যজীবীদের ধারণা আগামী ৬-৭ দিনের মধ্যে আরও আমদানি হবে ইলিশের। কিন্তু দাম যে খুব কমে যাবে এমন ভাবার কারণ নেই।
কোন মন্তব্য নেই