স্কুলে শিক্ষক নেই দীর্ঘদিন। মন্ত্রীকে জানিয়েও কোন কাজ হয়নি! তাই এবার পথে পড়ুয়া ও অভিভাবকরা।
নজরবন্দি ব্যুরোঃ পড়ুয়া সাড়ে পাঁচশো, শিক্ষক মাত্র ৮। গত দেড় বছর ধরে চলেছে এই অবস্থা। শিক্ষা দফতরে জানিয়েও কোনও ফল হয়নি। লেখাপড়া প্রায় শিকেয়। এই চিত্র খোদ কোলকাতার ‘ হেয়ার স্কুলে’-এর। আর এরই প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। শিক্ষক নিয়োগের দাবিতে সকালেই কলেজ স্ট্রিট অবরোধ করেন তাঁরা।এদিন সকালে কলেজস্ট্রিটে হেয়ার স্কুল ও হিন্দু স্কুলের মাঝের রাস্তায় বসে পড়েন অভিভাবকরা। তাঁদের দাবি, শীঘ্রই স্কুলে শিক্ষক নিয়োগ করতে হবে। কারণ প্রায় দেড় বছর ধরেই শিক্ষকের অভাবে ধুঁকছে শহর কলকাতার খ্যাতিমান এই স্কুল।
রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গোটা বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনও ফল হয়নি।এরপরই বুধবার সকালে শিক্ষক নিয়োগের দাবিতে পথে নামেন তাঁরা। রাস্তা আটকে বিক্ষোভ দেখান। ফলে ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।পড়ুয়া ও অভিভাবকদের দাবী অবিলম্বে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। নিয়ম অনুযায়ী ক্লাস করাতে হবে। তাঁদের দাবি না মানা হলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন অভিভাবকরা।
রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গোটা বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনও ফল হয়নি।এরপরই বুধবার সকালে শিক্ষক নিয়োগের দাবিতে পথে নামেন তাঁরা। রাস্তা আটকে বিক্ষোভ দেখান। ফলে ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।পড়ুয়া ও অভিভাবকদের দাবী অবিলম্বে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। নিয়ম অনুযায়ী ক্লাস করাতে হবে। তাঁদের দাবি না মানা হলে বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন অভিভাবকরা।
No comments