Header Ads

সেনার পাল্টা গুলিতে নিহত জইশ-ই-মহম্মদের বিস্ফোরক বিশেষজ্ঞ মুন্না লাহোরী।

নজরবন্দি ব্যুরোঃ পাকিস্তান থেকে সন্ত্রাসবাদী কাজ করতে মুন্না লাহোরী ওরফে ছোটা বুর্মি কাশ্মীরে ঢুকেছিল গত বছর। দক্ষিণ কাশ্মীরে একাধিক আইইডি হামলার ষড়যন্ত্রের সঙ্গে সে জড়িত বলে অভিযোগ। সূত্রের মাধ্যমে খবর আসে যে মহল্লার বোনা বাজারে লুকিয়ে আছে মুন্না ও আর এক জঙ্গি। এর পরেই পুর বাজার ঘিরে ফেলা হয়। আর তারপর শুরু হয় তল্লাশি। এরই মধ্যে গুলি চালাতে শুরু করে মুন্না ও তার সঙ্গী। পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনী। সারারাত ধরে চলে সংঘর্ষ। আর সে গুলিতে মৃত্যু হয় ওই পাক জঙ্গি নেতার।
জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের বিস্ফোরক বিশেষজ্ঞ হিসেবেই পরিচিত পাক নাগরিক মুন্না লাহোরি। কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিংহ বলেন “গত ৩০ মার্চ বানিহালে নিরাপত্তারক্ষীদের কনভয়ে গাড়ি বোমা বিস্ফোরণের পিছনে ছিল মুন্নার হাত। গত মাসেই পুলওয়ামায় আর একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। তাতেও জড়িত ছিল সে। কয়েক জন সাধারণ মানুষকে হত্যার অভিযোগও রয়েছে এই জঙ্গি নেতার বিরুদ্ধে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.